শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিজেদের ফেভারিট মানতে নারাজ আর্জেন্টিনার কোচ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫৯

চলমান বিশ্বকাপে হট ফেভারট হিসেবে কাতারে পা রেখেছিলো আর্জেন্টিনা। তবে শুরুটা ফেভারিটদের মতো হয়নি তাদের। গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয় আলবিসেলেস্তাদের। তবে গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে জায়গা করে নেয় আর্জেন্টিনা। নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শক্তি সামর্থ্যে অস্ট্রেলিয়া পিছিয়ে থাকলেও তাদের সমীহ করছে আর্জেন্টিনা।

শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে নক আউট পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, এ ম্যাচে নিজেদের ফেভারিট মানতে আমি রাজি না। কারণ, ভালো খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে অস্ট্রেলিয়া। তারা ভালো দল। সকারুরা যেকোনো সময় ত্রাস ছড়াতে পারে। এটাই সত্য। 

তিনি আরও বলেন, 'বিগত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি, এ ম্যাচেও সেভাবে খেলার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার উইং, মিডফিল্ড, অ্যাটাকে ভালো খেলোয়াড় আছে। তারা ম্যাচ বের করে আনতে সক্ষম। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ইত্তেফাক/জেডএইচ