বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৩:০৪

কাতার বিশ্বকাপের নক আউট পর্বে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময়ে দিবাগত রাত ১টায় সেনেগালের বিপক্ষে প্রথমবারের মতো লড়াইয়ে নামে সাউথগেটের দল।

ম্যাচের শুরু থেকেই সেনেগালের বিপক্ষে দারুণ চাপ সৃষ্টি করে খেলতে থাকে ইংল্যান্ড। খেলার ৩৮ মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানের লিড এনে দেন লিভারপুলের অধিনায়ক হেন্ডারসন। ৪৩ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু লুক শর শট দারুণভাবে রুখে দেন সেনেগালের চেলসি গোলরক্ষক মেন্ডি।

চাপ সৃষ্টি অব্যাহত রেখে বিরতির আগে আবারও লিড পেয়ে যায় ইংল্যান্ড। ফিল ফোডেনের দারুণ ক্রসে এবার দলের হয়ে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক হ্যারি কেইন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ ইংলিশদের হয়ে ৩য় গোলটি করেন আর্সেনাল তারকা সাকা। কাউন্টার এটাক থেকে বা পাশ থেকে ফোডেনের ক্রসে এভারের বিশ্বককাপে ৩য় গোলটি করেন সাকা।

গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না সেনেগাল। ৭৫ মিনিটে ফ্রি কিক পায় সেনেগাল। ২৫ গজ দূর থেকে ইসমাইল সারের শট রুখে দেন পিকফোর্ড। শেষের দিকে কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় সেনেগাল। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টারে উঠে যায় ইংল্যান্ড।

ইত্তেফাক/ইআ