নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড-সদস্য (মেম্বার) আব্দুল খালেককে মারধরের মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোররাতে জোড়াবাড়ীর মাঝাপাড়া এলাকায় সাজুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাজু ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। উক্ত ঘটনায় গত সোমবার রাতে ইউপি সদস্য আব্দুল খালেক বাদী হয়ে সাজুকে প্রধান আসামি করে ৪ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সদ্য গত হওয়া জেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান সাজু সদস্য পদে নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা চালাতে বলে। তার পক্ষে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ না করায় সাজু ইউপি সদস্যদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। এর জেরে গত সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আমি ইউপি ভবনে প্রবেশ করলে সাজু ও তার লোকজন ইউপি ভবনে গিয়ে আমাকে মারধর ও আমার প্যান্টের ভেতর থাকা জমি রেজিষ্ট্রির জন্য রাখা টাকা চুরি করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ইউপি চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু ইউপি সদস্য খালেককে ইউপি ভবনের ভেতর মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ ডিসেম্বর থানায় মামলা করা হয়েছে।
ডোমার থানা ওসি মাহমুদ-উন-নবী প্রধান আসামি সাবেক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আাদালতে পাঠানো হয়েছে।