গাইবান্ধার গোবিন্দগঞ্জে ড্রাম ট্রাকচাপায় ২৬ বছর বয়সী এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথায় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের কালু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, রাতে মিলন মোটরসাইকেল নিয়ে চারমাথা মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতির ড্রাম ট্রাকটি দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ঢোকার সময় মিলনের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি জানান, এ ঘটনায় স্থানীয় ফল ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে রাখলে শতাধিক যানবাহন আটকা পড়ে।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।