মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের   

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:০৩

বিনোদন জগতে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ান তার ইনস্টাগ্রাম শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে তার প্রথম প্রকল্প সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে আরিয়ান প্রকাশ করেছেন, তিনি তার প্রথম প্রকল্পের চিত্রনাট্য লেখা শেষ করেছেন। একটি ছবি শেয়ার করেছেন যেখানে চিত্রনাট্যর পাতা এবং ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ লেখা একটি ক্লিপবোর্ড দেখা গেছে।

দেখে মনে হচ্ছে, আরিয়ান একজন পরিচালক হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলবো।

ছবি: এনডিটিভি

আরিয়ান পোস্টটি শেয়ার করার পরপরই বাবা শাহরুখ খান এবং মা গৌরী কমেন্টবক্সে অভিনন্দন জানিয়েছেন।

ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বাবা শাহরুখ লেখেন, ভরসা, চিন্তা, আস্থা রাখার পালা শেষ। এবার শুরু। অনেক শুভেচ্ছা তোমার প্রথম কাজের জন্য। প্রথম কাজ সবসময় স্পেশাল।

ছেলের কমেন্ট বক্সে গৌরী লেখেন, আমিও আর অপেক্ষা করতে পারছি না।

শাহরুখ খান এবং গৌরী খানের ইন্ডাস্ট্রির বন্ধুরাও আরিয়ানের পোস্টটিতে কমেন্ট করেন।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/আরএজে