বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হাবিপ্রবিতে মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণের সনদ বিতরণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৩৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেয়ে শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীকে সনদ বিতরণ করে হাবিপ্রবি গ্রীন ভয়েস।

বুধবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের ৫০৩ নম্বর রুমে উক্ত সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা। 

অধ্যাপক ড. রোজিনা ইয়াসমিন (লাকী)-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা মো. আলমগীর কবির গ্রীন ভয়েসের উপদেষ্টা অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন দুরুদ, গ্রীন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসেফা তৃপ্তি এবং সপ্তাহব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষকগণ।

আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেন শিক্ষার্থীরা

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব।

অতিথিবৃন্দের বক্তব্যের পরে অতিথি ও প্রশিক্ষকদের  সম্মাননা স্মারক প্রদান করে গ্রীন ভয়েস। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে সনদপত্র গ্রহণ করেন।

ইত্তেফাক/এআই