সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জানুয়ারিতে আগারগাঁওয়ে যাচ্ছে এনবিআর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৪:০০

আগামী মাস থেকে আগারগাঁওয়ের নতুন রাজস্ব ভবনে কাজ শুরু করবেন শুল্ক-কর কর্মকর্তারা। চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে সেগুনবাগিচার বর্তমান কার্যালয়ের মালপত্র নেওয়া হবে। প্রথম সপ্তাহ থেকেই আংশিক অফিস শুরু হবে। জানুয়ারি মাস জুড়ে এনবিআরের কার্যক্রম স্থানান্তর করা হবে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নতুন রাজস্ব ভবন উদ্বোধন ভিন্নভাবে করা হবে। আগামী ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবন উদ্বোধন করতে পারেন। পাশাপাশি আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ ও ৫ ফেব্রুয়ারি রাজস্ব সম্মেলন হবে। ইতিমধ্যে এনবিআরের কর্মকর্তাদের নতুন ভবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনবিআরের সব অফিসের পাশাপাশি কর গোয়েন্দা, কর জরিপ দপ্তর, বৃহত করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহত করদাতা ইউনিটসহ (এলটিইউ-ভ্যাট) কয়েকটি কর অঞ্চলের কার্যালয় আগারগাঁওয়ের নতুন ভবনে চলে যাবে।

উল্লেখ্য, ২০০৮ সালে ভবন নির্মাণের জন্য ১৪১ কোটি টাকার প্রকল্প পাশ হয়। কিন্তু জমিসংক্রান্ত জটিলতার কারণে ২০১৫ সালে কাজ শুরু হয়। নকশা পরিবর্তন হওয়ায় খরচ বেড়ে হয় ৪৫১ কোটি ৪৬ লাখ টাকা। তবে রাজস্ব ভবন নির্মাণের ইতিহাসটি আরও দীর্ঘ। ১৯৭২ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিষ্ঠিত হয়। সত্তরের দশক থেকেই সেগুনবাগিচার বর্তমান রাজস্ব ভবন থেকে এনবিআরের যাবতীয় কার্যক্রম চলছে।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন