সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ধর্মঘট না ডাকলেও সড়কে নেই গণপরিবহন 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:২০

রাজধানীতে ধর্মঘট না ডাকলেও প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গণপরিবহন না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর রামপুরা, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা কাওরান বাজার, ফার্মগেট, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেছে।

প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। ছবি: কাউছার খোকন

মালিবাগে বাসের জন্য অপেক্ষারত শফিক বলেন, আজ রাজধানীতে কোনো পরিবহন ধর্মঘট ঢাকা হয়নি। তবুও গণপরিবহন শূন্য রাজধানী। প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। অফিসে যাওয়ার জন্য কোনো পরিবহন পাচ্ছি না।

প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। ছবি: সবুজ খান

কাওরান বাজারে দাঁড়িয়ে থাকা চাকরিজীবী আসিফ বলেন, আমি মতিঝিল চাকরি করি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাইনি। পরে কাওরান বাজার থেকে হেঁটে মতিঝিলের দিকে রওয়ানা হয়েছি।

প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। ছবি: সবুজ খান

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রতিটি সড়কে রিকশা, সিএনজি চালিত অটোরিকশায় বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

ইত্তেফাক/কেকে