বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপের’ ৫ সদস্য গ্রেফতার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ২১:৪৮

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীও অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপের’ প্রধান মেহেদী হাসান সুজন ওরফে ক্যাডার সুজনসহ ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর এলাকায় র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা র‌্যাব কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন ওরফে ক্যাডার সুজন (২৫), আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন (২৫), মৃত তরব আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৫), ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম ওরফে তারেক (২০) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জাকির হোসেন (২০)।
 
র‌্যাব জানায়, গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলো, গোপন সূত্রে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের একটি দল দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৫ জনকে গ্রেফতার করে। এ সময় র‌্যাব তাদের নিকট থেকে ৩টি হাতুড়ি, ২টি চাপাতি, ৩টি সুইচ গিয়ার, ২টি শর্টগানের কার্তুজ, ১টি ছোরা, ৪টি লোহার রড ও ৩টি লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হাতুড়ি ও দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো। তারা হাতুড়ি গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

হাতুড়ি গ্রুপের প্রধান ক্যাডার সুজনের বিরুদ্ধে ফেনী সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/আই/পিও