শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আড়াই লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীর এক ইউনিয়নেই ৫২ ইটভাটা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৯:০২

পরিবেশ দূষণের অপরাধে পাবনা ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অবৈধ ছয় ইটভাটা থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ ডিসেম্বর) লক্ষীকুন্ডা ইউনিয়নের কয়েকটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা, বিলকেদা এলাকার মেসার্স এ এ এ ব্রিকস, মেসার্স পদ্মা ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স এনএসটিপি ব্রিকস, মেসার্স বিথার ব্রিকস এবং মেসার্স এ এস বি ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির জানান, অবৈধভাবে লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা এবং পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০১৩ অনুযায়ী ইট প্রস্তুত, ভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর অপরাধে ছয় জন ইটভাটার মালিককে আড়াই  লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ জানান, ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নেই ৫২টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। ঈশ্বরদী শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে প্রত্যন্ত পদ্মা নদী তীরবর্তী এ ইউনিয়নের তিনটি গ্রাম কামালপুর, দাদাপুর ও বিলকেদার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমির ওপর এসব ইটভাটা গড়ে উঠেছে। ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠের খড়ি ব্যবহার হয়। এ কারণে এলাকায় অবাধে গাছপালা নিধন হচ্ছে । বেশির ভাগ ভাটার মালিকরা ইট তৈরির জন্য অবৈধ উপায়ে পদ্মার চরের ফসলী জমির মাটি সংগ্রহ করে থাকে। এখানে ৫০টি অটো ফিস এবং দুটি জিকজ্যাক (হাওয়া) ভাটা রয়েছে।

তিনি জানান, প্রথমদিকে ইউনিয়ন পরিষদ থেকে এসব ভাটা ট্রেড লাইসেন্স নিলেও এখন আর নবায়ন করে না। বর্তমানে এসব ভাটার ট্রেড লাইসেন্স বা ইউনিয়ন পরিষদের কোনো ছাড়পত্র নেই।

ইত্তেফাক/আরএজে