মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রথমে ছবি তোলা নিয়ে বর-কনে পক্ষের মারামারি 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৩:৪৯

ভারতীয় বিয়ের আয়োজনে নানা রীতি চালু থাকে। অনেক সময় এ ধরনের আয়োজনে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও মারামারির ঘটনা বেশ কম। কিন্তু এমনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেউরিয়া জেলায়। টাইমস নাও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই মারামারি শুরু হয় মূলত কোন পক্ষের ছবি আগে তুলবে তা নিয়ে। 'বরমালা' শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর-কনে পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হাতাহাতি পর্যায়ে চলে যায়। ঘটনাটি ঘটে গত ৮ ডিসেম্বর। 

রামপুর কারখানা ডাস থেকে মাধবপুর গ্রামে পৌঁছে বরযাত্রা। বিয়ে নিয়ে সবাই উচ্ছ্বসিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, ফটো সেশনের সময় তাদের আনন্দ রাগে পরিণত হয়।

মোটামুটি মাতাল বরপক্ষের দাবি, তারা আগে ছবি তোলবেন। কিছুক্ষণের মধ্যেই তাদের দাবি সংঘর্ষে পরিণত হয়। শুরু হয়ে যায় লড়াই। বরের চাচা থামতে চেষ্টা করলে তিনি আহত হন। ধস্তাধস্তিতে বরের বোনও আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় রামপুর কারখানার পুলিশ। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিনিয়র সাব-ইন্সপেক্টর বলরাম সিং জানান, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে তারা একটি বিয়েতে ছবি তোলা নিয়ে ঝামেলার খবর পান। পৌঁছানোর আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই মারামারি দেখে বর নিজেই রেগে যান। তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে অস্বীকৃতি জানিয়ে বসেন। তবে শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছেন তিনি।

ইত্তেফাক/ডিএস