রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭

ঝিনাইদহে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুশোবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো-একই এলাকার মো. শিপন মুন্সির ছেলে কাফিন (৮) ও শাফিন (৫ )।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে দু ভাই খেলা করছিল। হঠাৎ ছোট ভাই শাফিন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বড় ভাই কাফিন তাকে তুলতে গিয়ে সেও ডুবে যায়। পরে দুজনের লাশ পানিতে ভেসে উঠে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎনক মৃত ঘোষণা করেন।

 

 

ইত্তেফাক/আরএজে