রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইরানি ১০ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৬:৫৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (১৪ ডিসেম্বর) ১০টি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এমন দাবি করেছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ভিটালি ক্লিটসকো জানান, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভোর হওয়ার আগে কিয়েভের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভোর হওয়ার আগে কিয়েভের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ওলেক্সি গনচারেঙ্কো নামের এক রাজনীতিক জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। অ্যালার্ম ঘড়ির পরিবর্তে বিস্ফোরণের শব্দে মানুষ জেগে ওঠে।

কয়েকদিন আগে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা ইউক্রেনসহ সমগ্র বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এরমধ্যেই বুধবার ইউক্রেন ১০টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

কয়েকদিন আগে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। ওয়াশিংটন দাবি করেছে, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সরবরাহ করছে তা স্পষ্ট এবং এর যথেষ্ট প্রমাণ রয়েছে।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের হামলার লক্ষ্য দেশটির 'সামরিক সম্ভাবনা' চূর্ণ করা। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়ে আসছে। দেশটির সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দিতে দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

ইত্তেফাক/ডিএস