শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তোমরা ইতিহাস গড়েছো, হাকিমিকে এমবাপ্পে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩৭

কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনালে পা রেখেছিলো মরক্কো। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিলো মরক্কো। তবে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নযাত্রা ভঙ্গ হয় মরক্কোর। এই ম্যাচে সবার চোখ ছিলো দুই দেশের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি ওপরে। কেননা এই দুই ফুটবলার খেলেন একই ক্লাব পিএসজিতে। ম্যাচের পর হাকিমিকে উদ্দেশ্যে করে টুইট করেছেন কিলিয়ান এমবাপ্পে।

পুরো ম্যাচে ৬১% বল পজিশন নিয়ে খেললেও গোল পেতে ব্যর্থ হয় মরক্কো। ফলে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচ শেষে হাকিমিকে উদ্দেশ্যে করে টুইটারে এমবাপ্পে লিখেন, 'দুঃখ পেয়ো না ভাই, তোমরা যা করেছো তার জন্যে সবাই গর্বিত। তোমরা ইতিহাস গড়েছো।’

অন্যদিকে ফ্রান্সের কাছে হারলেও নিজের দল নিয়ে খুশি মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। তিনি বলেছেন, 'আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সৎ ও পরিশ্রমী ফুটবল খেলেছি।' 

 

 

ইত্তেফাক/জেডএইচ