মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পারভীন আলমের জীবনাবসান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২১:২৭

পারভীন আলম মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় ৪টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে পারভীন আলম দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় সন্তান গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন এবং ছোট সন্তান সৈয়দা ফারাহ মাহজাবীন।

পারভীন আলমের জন্ম ১৯৫২ সালের ১১ জানুয়ারি। তার বাবা শহিদ সলিমুল্লাহ ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহিদ হন। পারভীন আলমের ভাই সাদি মোহাম্মদ ও শিবলী মোহাম্মদ বাংলাদেশের স্বনামধন্য দুই সংগীত ও নৃত্য শিল্পী।

আগামী শুক্রবার ১৬ ডিসেম্বর বাদ জুমা মোহাম্মদপুর ঈদগাহ জামে মসজিদে (গোরস্থান সংলগ্ন) মরহুমার নামাজ এ জানাজা সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

ইত্তেফাক/এএএম