বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিজয় দিবসে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ ডিসপ্লে প্রদর্শন করে তারা। 

কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এই ডিসপ্লেতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে। মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনার প্রতীকী ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। 

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। 

মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনার প্রতীকী ডিসপ্লে প্রদর্শন।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা প্রেসক্লাব, কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযুদ্ধে শহীদ জেলা প্রশাসক ও শহীদ পুলিশ সুপারের ম্যুরাল, যুদ্ধ জয় ভাস্কর্য এবং পুলিশ লাইন্সের চেতনায় ৭১ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে। ছবি: ইত্তেফাক

জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি। 

প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি। এতে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। 

ইত্তেফাক/এএএম