শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইডিইবির সভাপতি এনামুর, সম্পাদক আব্দুল হক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:০৮

সংসদ সদস্য এনামুর রহমানকে সভাপতি ও আব্দুল হককে সাধারণ সম্পাদক করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে সর্বস্ত‌রের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

নানা অনিয়ম ও অনৈতিকতার প্রেক্ষিতে হাইকোর্ট আইডিইবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর ফলে সৃষ্ট অচলাবস্থা দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পরিষদের সদস্যদের অংশগ্রহণে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন কমিটি। এ কমিটি স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের করে ২০২৩-২৫ টার্মের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর করবে। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটি আইডিইবির সব প্রশাসনিক ও আর্থিক দা‌য়িত্ব পালন করবে।

অন্তর্বর্তীকালীন কমিটিতে রয়েছেন, সভাপতি এনামুর রহমান, সহ-সভাপতি এবিএম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হক, অর্থ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং সদস্য পদে রয়েছেন মোয়াজ্জেম হোসেন রতন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক।

নতুন কমিটি নিরপেক্ষ লোকজন নিয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

আইডিইবির অচলবস্থা কাটাতে কমিটি করার উদ্যোগ নেয় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।

ইত্তেফাক/এমএএম