শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিশোরগঞ্জ শহর শত্রুমুক্ত হয় আজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৩:০৬

আজ ১৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে কিশোরগঞ্জ শত্রুমুক্ত হয়েছিল। আগের দিন ১৬ ডিসেম্বর বিকালে পাকিস্তানি সেনারা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করার পর সারা বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করলেও কিশোরগঞ্জ শহরের মানুষরা সেদিনও ছিল মৃত্যুভয়ে আতঙ্কিত। তখনো পর্যন্ত কিশোরগঞ্জ শহর ছিল রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর দখলে। কিশোরগঞ্জ শহরে ছিল স্বাধীনতাবিরোধীদের শক্ত  ঘাঁটি। তাদের ভয়ে ১৬ ডিসেম্বরের রাতটাও কিশোরগঞ্জবাসীর বিনিদ্র কেটেছে। 

ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের পরও কিশোরগঞ্জবাসী  সেদিন বিজয়-উল্লাস প্রকাশ করতে পারেনি। মুক্তিসেনা ও মিত্র বাহিনী কিশোরগঞ্জ শহরকে ঘিরে রাখলেও নিরীহ লোকদের প্রাণহানির ভয়ে স্বাধীনতাবিরোধীদের ওপর তারা আক্রমণ চালায়নি। রাতে স্বাধীনতাবিরোধীদের পক্ষ থেকে মাইকে প্রচার করা হয় যে, তারা পরদিন অর্থাৎ ১৭ ডিসেম্বর সকালে আত্মসমর্পণ করবে। ১৭ ডিসেম্বর সকালে করিমগঞ্জ থেকে কবীরউদ্দিন আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল প্রথমে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করে। এরপর চার দিকে থেকে মুক্তিযোদ্ধাদের খণ্ড খণ্ড দল শহরে ঢুকতে শুরু করে। ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে মিত্রবাহিনীর একটি দলও ঐদিন কিশোরগঞ্জ আসে। রাজাকার, আলবদর আর আলশামস বাহিনীর ঘাতকরা তাদের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করার পর কিশোরগঞ্জ শহরবাসী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় নামে এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে স্বাগত জানায়। পাকবাহিনী কিশোরগঞ্জ শহরে প্রবেশ করেছিল ১৯ এপ্রিল এবং কিশোরগঞ্জ ছেড়ে চলে যায় ৪ ডিসেম্বর। আর কিশোরগঞ্জ শহর শত্রুমুক্ত হয় ১৭ ডিসেম্বর।

ইত্তেফাক/এমএএম