শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পিরোজপুরে ২ হাজার ফুট লম্বা পতাকা প্রদর্শন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৭:২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিজয় দিবস উপলক্ষে দুই হাজার ফুট লম্বা পতাকার প্রদর্শন করেছে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে এটি প্রদর্শন করা হয়। এর আগে শিক্ষক-শিক্ষার্থীরা শহর থেকে ৮ কিলোমিটার দূর মিরুখালী ইউনিয়ন বাজার থেকে এ পতাকা নিয়ে শোভাযাত্রা করে সদরে আসেন। পরে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে এ দুই হাজার ফুট জাতীয় পতাকা প্রদর্শন করেন। 

ছবি: ইত্তেফাক

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় পতাকার প্রতি সম্মান সমুন্নত রাখতে এ পাতাকার ডিসপ্লে করা হয়েছে। সম্মিলিত শিক্ষকদের সহযোগিতায় এ পতাকা নির্মাণ শেষে ৮ কিলোমিটার পদযাত্রা করে এ পতাকা প্রদর্শিত হয়েছে।’

উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত বলেন, ‘কুচকাওয়াজে দুই হাজার ফুট পতাকা প্রদর্শনে একটি ভিন্নমাত্রা যোগ হয়েছে। এতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে জাতীয় পতাকার প্রতি সম্মান বৃদ্ধি পাবে।’

ইত্তেফাক/পিও