শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৪

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) কুয়েত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল হাসানুজ্জামান।

এসময় বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর ও দুতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার।

এসময় প্রবাসী বাংলাদেশি, বিশিষ্টজন ও গণমাধ্যম-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও বিজয় দিবসের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

ইত্তেফাক/এএইচপি