মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৪:৫৫

রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের একযোগে চেষ্টায় শনিবার দিনগত রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. ক. জিল্লুর রহমান। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়েও এখনোই বিস্তারিত বলা যাচ্ছে না।

এর আগে, শনিবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হার্ডওয়্যার মার্কেটের আগুন লাগার খবর জানতে পেরে রাত ১০টা ৫২মিনিটে সেখানে পৌছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। সবশেষ ১ টা ৫মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা ও দোকানিরা জানান, ইমামগঞ্জ বাজার লেনের এক দিকে ৭-৮টি হার্ডওয়্যারের দোকান ও গোডাউন রয়েছে। এসব দোকানই শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আগুন লাগার  ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ইত্তেফাক/ইআ