ইরানের আফসিন ইসমাইল বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছেন। ২০ বছর বয়সী আফসিন মাত্র দুই ফুট ১.৬ ইঞ্চি লম্বা। আগের রেকর্ডধারী কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের চেয়ে প্রায় ৭ সেন্টিমিটার ছোট।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা আফসিনের সঠিক উচ্চতা জানতে ২৪ ঘণ্টায় তিনবার পরিমাপ করেন। তার উচ্চতা ও দুর্বলতার কারণে ভারী স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করতেও তার অসুবিধা হয়।
ইসমাইলের জন্মের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, এখন তার ওজন প্রায় ৬.৫ কেজি। উচ্চতার কারণে সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা। শারীরিক সমস্যার কারণে স্কুলেও যেতে পারেনি।
তার বাবা ইসমাইল গাদেরজাদেহ জানান, তার সন্তানের চিকিৎসা ও শারীরিক দুর্বলতা স্কুল থেকে ঝরে পড়ার অন্যতম কারণ। তবে তার কোনো মানসিক সমস্যা নেই।