ব্রাজিলিয়ান লেখিকা নেলিদা পিনন আর নেই। শনিবার (১৭ ডিসেম্বর) ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল-এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তার প্রকাশনা সংস্থা এ খবর জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, নেলিদা পিনন আজ লিসবনের একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেলিদার মরদেহ নিয়ে যাওয়া হবে ব্রাজিলে। রিও ডি জেনেরিওতে ব্রাজিলিয়ান একাডেমী অফ লেটারস (এবিএল) এর সমাধিতে তাকে সমাহিত করা হবে।
এবিএল প্রেসিডেন্ট মারভাল পেরেইরা জানিয়েছেন, তার মৃত্যু ব্রাজিলের সাহিত্যের জন্য এক বিরাট ক্ষতি। তিনি সম্ভবত সেরা জীবন্ত ব্রাজিলিয়ান লেখক ছিলেন।
নেলিদা পিনন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৫ সালে 'প্রিন্স অফ আস্তুরিয়াস' পুরস্কার পান। এই পুরস্কার নোবেলের সমতুল্য। তিনি ২০টি বই প্রকাশ করেছেন। তার লেখা ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
নেলিদা পিনন ১৯৮৯ সালে ব্রাজিলিয়ান একাডেমী অফ লেটারে যোগদান করেন। সাত বছর পর তিনি একাডেমীর সভাপতি হন। এক শতাব্দী আগে প্রতিষ্ঠার পর তিনি একাডেমীর প্রথম নারী সভাপতি ছিলেন।