শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কম্বলের নিচে আটকে শিশুর মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১২:২৫

নীলফামারীর কিশোরগঞ্জে কম্বলের নিচে আটকে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু হাফিজা আক্তার একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।

বাহাগিলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মিয়া জানান, সকাল ৬টার দিকে শিশুটির বাবা হামিদুল ইসলাম ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায় এবং মা সাদেকা বেগমও রান্নাবান্নার কাজে যায়। রান্না শেষে মা সাদেকা বেগম ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পরে রয়েছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ইত্তেফাক/আরএজে