ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা মার্কিন মিডিয়াকে জানিয়েছে, বুধবার (২১ ডিসেম্বর) তিনি যুক্তরাষ্ট্রে আসছেন। হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সফরটিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন এবং কংগ্রেসে ভাষণ দিতে পারেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডেমোক্র্যাট হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে বিলিয়ন ডলার সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইতোমধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি পূর্ব বাখমুত যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি শহরে যোদ্ধা বাহিনীর সঙ্গে দেখা করেন। তিনি ইউক্রেনের সেনাদের সাহস, সহনশীলতা ও শক্তির জন্য ধন্যবাদ জানান।
জেলেনস্কি সামরিক ইউনিফর্ম পরে ইউক্রেনীয় সেনাদের মেডেল পরিয়ে দেন। পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের প্রশংসাও করেন তিনি।