বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ রঙ মিস্ত্রির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

ঢাকার দোহার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় একটি বাড়ির রঙয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে। দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আরশাদ আলীর ছেলে মো. মনির (৪০), ইকরাশি খ্রিষ্টানপাড়া এলাকার মো. আসলামের ছেলে সানি (৩০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন মো. মুছা আব্দুল্লাহর বাড়ির রঙয়ের কাজ করছিল মিস্ত্রি মনির ও সানি। এ সময় বিল্ডিং ঘেঁষা বিদ্যুতের তারে জড়িয়ে তারা স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।  খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

ইত্তেফাক/এএএম