শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাসপাতালেই বড়দিন কাটাতে হবে পেলেকে 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৭:১৫

দীর্ঘ দিন ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। শরীরে কেমোথেরাপি কাজ না করায় ২৯ নভেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তাকে নেওয়া হয় প্যাভিলিয়েট কেয়ারে। এরপর নিজেই জানিয়ে দেন তিনি ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে নিয়ে আসা হয় সাধারণ ওয়ার্ডে।

পেলেকে দ্রুত বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। তবে বুধবার (২১ ডিসেম্বর) পেলের ক্যানসারের অবনতি হওয়ায় হাসপাতালেই থাকতে হবে পেলে। আর তাই ২৫ ডিসেম্বরের বড় দিন হাসপাতালেই পালন করতে হবে ফুটবলের কালা মানিককে।

কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাসায় বড়দিন উদযাপন বাতিল হয়ে গেল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনস্টাইন হাসপাতাল যে সেবা দিচ্ছে, তা নিতেই আমাদের এখানে থাকতে হবে।’
  

 

ইত্তেফাক/জেডএইচ