শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউটিউবে মুক্তি পেল ‘গণতন্ত্রের গান’ 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ২০:০২

সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের 'গণতন্ত্রের গান'। শুক্রবার (১৬ ডিসেম্বর) একটি জনিপ্রয় অনলাইন প্লাটফর্মে (ইউটিউব) গানটি মুক্তি দেওয়া হয়।

‘গণতন্ত্রের গান’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, সারা পৃথিবীতে গণতন্ত্রহীনতার মহড়া চলছে। দেশে দেশে অধিকার বঞ্চিত মানুষের কান্না আমাকে ক্ষত করে। মনে হয়েছে গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে প্রকৃতভাবে সুখ ও শান্তির বার্তা পৌছে দেওয়া সম্ভব। 

গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন গরীব বিজু। তিনি বলেন, গানের কথা খুবই প্রাসঙ্গিক। তাই ভালো লেগেছে। গেয়ে আনন্দ পেয়েছি। তাছাড়া কবি যখন গান লেখেন, তখন সেই গানও আরও মধুর হয়ে ওঠে।  

গানটিতে সহযোগী কন্ঠ দিয়েছেন মিথুয়া। তবলা বাজিয়েছেন শিল্পী গরীব বিজু নিজেই। ড্রাম বাজিয়েছে এ এইচ রেমন। সার্বিকভাবে সহযোগিতা করেছেন অবসেশন এন্ড মোশন রক প্রোডাকশন। আরাফাত সোহাগ ও কবির সোহাগকে কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে।  

ইত্তেফাক/পিও