কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
মনোহরগঞ্জ
এ উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মহিতুল ইসলাম। সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক মনোহরগঞ্জ সংবাদদাতা আব্দুল গাফফার সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম- সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মাহমুদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) মো. কামাল পাশা, মনোহরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক আব্দুর রহিম।
এছাড়া ছিলেন লাকসাম সার্কেল অফিসের সাব-ইন্সপেক্টর মো. রেজাউল করিম, প্রেসক্লাব যুগ্ম-আহবায়ক আবুল খায়ের, ইমরান হোসেন সোহাগ, সদস্য কুদরত উল্ল্যা, নাসির উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান, রেজাউল করিম শান্তসহ অনেকে।