সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মানিকগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:০২

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা সম্মেলন সভাকক্ষে নানা পেশায় লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এ কে আজাদের সভাপতিত্বে ও সাটুরিয়া সংবাদদাতা এম নজরুল ইসলামের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম আজম খান। জাতীয় পাটি জেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, মানিকগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। জাতীয় পার্টি জেপির জেলার সহ-সভাপতি মো. হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পাল, জাতীয় পার্টি জেপির নেতা মো. আতোয়ার রহমান, মো. মিজানুর রহমান ও সংবাদপত্রের জেলার এজেন্ট মো. শাজাহান মিয়াসহ অনেকে।

ইত্তেফাক/পিও