শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিম্পাঞ্জিরাও পেলো বড়দিনের উপহার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮

জার্মানির স্টুটগার্টের চিড়িয়াখানায় থাকা বোনোবো শিম্পাঞ্জিদের বড়দিনের উপহার দিয়েছিল কর্তৃপক্ষ৷ মানুষের মতোই বোনোবোরা উপহার পেলে খুশি হয় বলে জানান চিড়িয়াখানা কর্মকর্তারা৷

জার্মানি সংবাদমাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে বলা হয়, রঙিন কাগজে মোড়া বাক্সে করে কিশমিশ আর পপকর্ন দেয়া হয়েছিল তাদের৷ বাক্স হাতে পেয়ে দারুণ উৎসাহ নিয়ে তা খুলেছে শিম্পাঞ্জিরা৷

চিড়িয়াখানার একজন মুখপাত্র জার্মান বার্তা সংস্থা ডিপিএকে জানান, শিম্পাঞ্জিরা খুব কৌতূহলী, আর তারা অবাক হতে পছন্দ করে, ওরাও আমাদের মতোই উপহার পেয়ে খুশি হয়।

শিম্পাঞ্জিরাও পেলো বড়দিনের উপহার

বোনোবো হচ্ছে এক ধরনের বামন শিম্পাঞ্জি৷ তারা অন্য শিম্পাঞ্জিদের চেয়ে কম ঝগড়াটে৷ তারা সাধারণত খাবার ভাগাভাগি করে খায় এবং অন্যকে সহায়তা করে থাকে৷

ইত্তেফাক/এএইচপি