রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইত্তেফাকের জন্মদিনের শুভেচ্ছা জানালেন কানাডার অন্টারিও পার্লামেন্টের এমপিপি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮

ইত্তেফাকের সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার কানাডার অন্টারিও পার্লামেন্টের মেম্বার অফ প্রভেনসিয়াল পার্লামেন্ট (এমপিপি)  বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি যখন ২০১৮ সালে প্রথম অন্টারিও সাংসদ নির্বাচিত হলাম, তখন এই ইত্তেফাক আমাকে ‘জাদু-কন্যা’ আখ্যায়িত করে ‘ইতিহাস গড়ার কারিগর’হিসেবে উল্লেখ করে। যা ছিল আমার জন্য সন্মানের ও গৌরবের। সেজন্য আমি ইত্তেফাকের কাছে কৃতজ্ঞ।

সংসদ সদস্য ডলি বেগম বলেন, যে কোনো রাজনৈতিক দলের চেয়ে একটি দৈনিক বা গণমাধ্যম অনেক বেশি শক্তিশালী, নিরপেক্ষ এবং জনগণের স্বজন। ইত্তেফাকের দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে, সেই সত্য ফুটে উঠে।

তিনি বলেন, ইত্তেফাক শুধু বাংলাদেশিদেরই নয়; কানাডার মূলধারা এবং প্রবাসীদের খবরও অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবেশিত হয়।

ইত্তেফাক/আরএজে