মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আরও ২ বছর বিমান সচিব থাকছেন মোকাম্মেল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ১ জানুয়ারি থেকে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে মোকাম্মেল হোসেন ২০২১ সালের ৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সচিব হিসেবে যোগদানের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/এমএএম