বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ ৫ আটক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২০:৩৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ব্যাংকিং এজেন্টকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি এবং ১টি মটরসাইকেল তাদের আটক করা হয়েছে। 

আটককৃতরা হলো, ভাগলগাছি গ্রামের সাহেদ আলী আকন্দের ছেলে সুজন মিয়া (৩২), রামকান্তপুর গ্রামের ওসমান প্রামাণিকের ছেলে আব্দুল করিম (২৮) এবং খালেক মন্ডলের ছেলে আশরাফুল প্রামাণিক (৩৫), ভেংড়ি গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে আবু হাশেম (২৬)।

জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে রকেট এজেন্ট তরিকুল অন্যান্য দিনের মতো অফিস থেকে তেতুলিয়া গ্রামে ফিরছিলেন। চৌকিদহ ব্রীজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। গুলির আঘাতে আহত হয়ে তরিকুল মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা ৫-৬ লক্ষ টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। 

জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান,  ঘটনায় ৭ জন জড়িত ছিলো। এদের মধ্যে ৪ জনকে অস্ত্রসহ গ্রেফতার হয়। অপর ৩ জন পলাতক রয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ইত্তেফাক/পিও