মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:১৬

টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীরগতিতে চলছে পরিবহনগুলো। যানজট ও তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাত থেকে শুরু হয়েছে এই যানজট। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট। ছবি: ইত্তেফাক

মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা পর্যন্ত উত্তরবঙ্গগামী পরিবহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। অন্যদিকে, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত উভয় লেনেই গাড়ির জট সৃষ্টি হয়েছে।

এদিকে, সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৬ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে কুয়াশার কারণে দুইটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পরিবহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত হয়নি।

যানজটে পড়ে গাড়ি থেকে নেমে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ছবি: ইত্তেফাক

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোলপ্লাজার টোলবুথগুলো বন্ধ রাখা হয়। পরে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি ও যানজট সৃষ্টি হওয়ায় উভয় পাড়ে ১৪টি টোলবুথের মধ্যে পূর্ব পাড়ে দুইটি ও পশ্চিমের দুইটি টোলবুথ খোলা রাখা হয়।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট। ছবি: ইত্তেফাক

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, সকাল থেকে মহাসড়কে গাড়ি আটকে ছিল ঘন কুয়াশা এবং সেতুতে টোল আদায় বন্ধ রাখার কারণে। এতে মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। পরিবহন স্বাভাবিক চলাচল করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা কাজ করছে। বর্তমানে গাড়ি একটার পেছনে আরেকটা- এভাবে চলাচল করছে।

ইত্তেফাক/এসকে