সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুন্দরবনে অবমুক্ত হলো কুমিরসহ নানা প্রাণী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৩৪

সুন্দরবনের করমজলে বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকৃত কুমির, তক্ষক ও পাখি অবমুক্ত করা হয়েছে। গত নভেম্বরে মাদারীপুর ও যশোরসহ বিভিন্ন এলাকা থেকে এসব প্রাণী জব্দ করে খুলনার বন্যপ্রণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকৃত কুমির, তক্ষক ও পাখি অবমুক্ত করা হয়েছে

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মাদারীপুরের একটি মাছের খামার ও যশোরের জেএস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এছাড়াও তারা বিভিন্ন এলাকা থেকে একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, ১টি ভূবন চিল ও ২টি মাছ কুড়ালও উদ্ধার করেন।

সেগুলোর মধ্যে বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমির ২টি করমজলের কেওড়ার খালে ও অন্যান্যা প্রাণী বনের অভ্যন্তরে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের জীববৈচিত্র কর্মকর্তা তন্ময় আশ্চর্য ও করমজল ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

ইত্তেফাক/এসকে