শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিনি উৎপাদনের লক্ষ্যে জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু কাল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭

৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু। এটি ৬০তম আখ মাড়াই মৌসুম।  

জয়পুরহাট চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে চিনিকল প্রাঙ্গনে আখচাষী ও শ্রমিক কর্মচারী সমন্বয়ে এক সুধীসমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বিশেষ অতিথি থাকবেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব খন্দকার আজিম আহমেদ এনডিসি।

ইত্তেফাক/আরএজে