শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রাঙ্গামাটিতে ৩ শ্রমিককে অপহরণের অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪

রাঙ্গামাটির কাউখালী উপজেলার তারাবুনিয়ায় খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন ইটভাটার মালিক ফারুক ও ইদ্রিস।

অপহৃত শ্রমিকরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মো. জিয়াউর রহমান (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (২৯) ও মো. মোসলেম উদ্দিন (৪০)। 

ইটভাটার মালিক ইদ্রিস জানান, বুধবার মধ্যরাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইটভাটাতে প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা তিন শ্রমিককে অপহরণ করে এবং ইটভাটার সকল প্রকার কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, অপহরণের বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ইটভাটায় গি‌য়ে‌ছি। তবে এ বিষয়ে মালিক পক্ষ আমাকে কিছু জানায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ইটভাটা থেকে প্রতিবছর পাহাড়ের বিভিন্ন অস্ত্রধারী আঞ্চলিক সংগঠনগুলো বাৎসরিক মোটা অংকের চাঁদা নিয়ে থাকে। এ বছর চাঁদা পরিশোধ করতে দেরি হওয়ায় তিন শ্রমিককে অপহরণ করেছে।

কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান,  ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে ইট ভাটার মালিক ফারুক। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ইত্তেফাক/বুখারী/পিও