রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘পেলের মৃত্যুর সংবাদটি সঠিক নয়’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৮:২০

দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা গেলেন ফুটবলের রাজা 'কালোমানিক' পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুতে শোক নেমে এসেছে সমগ্র ক্রীড়াজগতে। 

কাফু

পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক বর্তমান থেকে সাবেক তারকা ফুটবলার। পেলের মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বদেশী সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। পেলের মৃত্যুর খবর শুনে কাফু তার ইন্সটাগ্রামে লিখেন, 'আমি মনে করি, পেলের মৃত্যুর সংবাদটি সঠিক নয়। তার তো মৃত্যু নেই। আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। তিনি ফুটবলের রাজা।' 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cafu (@cafu2)

তিনি আরও লিখেন, 'সবার চেয়ে ভিন্ন পেলে। একটু বিশ্রামে গেছেন তিনি। তার সব গোল চিরন্তন। আমরা যারা ফুটবল খেলেছি-পেশাদার ফুটবলকে পেশা হিসেবে বেছে নিয়েছি, তাদের সবার কাছে আদর্শ তিনি।'

ইত্তেফাক/জেডএইচ