বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিডিও কনফারেন্সে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৩:০০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) এই আলাপে শি জিনপিংকে পুতিন বলেন, 'চীন ও রাশিয়ার মধ্যে ইতিহাসের সেরা সম্পর্ক রয়েছে।' আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী মস্কো। শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় পুতিন এই বিষয়টির ওপর জোর দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে দুই নেতা কথা বলেন। পুতিন শি জিনপিংকে ২০২৩ সালে মস্কো সফরের আমন্ত্রণ জানান। 

শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে পুতিনকে বলতে শোনা যায়, 'প্রিয় প্রেসিডেন্ট, প্রিয় বন্ধু, আমরা আগামী বসন্তে আপনার মস্কো সফরের জন্য অপেক্ষা করছি (মার্চ থেকে মে রাশিয়ায় বসন্ত)। এই সফর বিশ্বকে রাশিয়া-চীন সম্পর্কের ঘনিষ্ঠতা দেখাবে।'

পুতিন শি জিনপিংকে ২০২৩ সালে মস্কো সফরের আমন্ত্রণ জানান। 

আলোচনায় শি জিনপিং জানান, কঠিন সময়ের প্রেক্ষাপটে চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী। তবে দীর্ঘ কথোপকথনে দুই নেতার কেউই ইউক্রেন ইস্যু তোলেননি।

ইত্তেফাক/ডিএস