ইংরেজি নতুন বছরের প্রথম সূর্যদয়কে স্বাগত ও নতুন বছরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।
রোববার (১ জানুয়ারি) কাকডাকা ভোরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতি, লাল কাকড়ার চর ও কাউয়ার চরে ভিড় জমায় আগত পর্যটকরা। তবে ঘন কুয়াশায় সূর্যদয় উপভোগ করতে নয়, সকালের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছেন পর্যটকরা।
এ বছর দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে কুয়াকাটায়। এর আগে থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস উঠিয়ে এবং ডিজে পার্টির মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানো হয়।
অপরদিকে, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন স্পটে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আজ কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।