মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কাকডাকা ভোরে প্রথম সূর্যদয়কে স্বাগত জানালো তারা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৪:২০

ইংরেজি নতুন বছরের প্রথম সূর্যদয়কে স্বাগত ও নতুন বছরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।

রোববার (১ জানুয়ারি) কাকডাকা ভোরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতি, লাল কাকড়ার চর ও কাউয়ার চরে ভিড় জমায় আগত পর্যটকরা। তবে ঘন কুয়াশায় সূর্যদয় উপভোগ করতে নয়, সকালের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছেন পর্যটকরা।

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা। ছবি: ইত্তেফাক

এ বছর দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে কুয়াকাটায়। এর আগে থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস উঠিয়ে এবং ডিজে পার্টির মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানো হয়।

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা। ছবি: ইত্তেফাক

অপরদিকে, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন স্পটে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আজ কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ইত্তেফাক/এসকে