শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভুল ব্যাখ্যায় হিজরতের নামে ঘর ছাড়ে ৯ তরুণ-তরুণী: র‍্যাব

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া ৯ তরুণ-তরুণী ধর্মের ভুল ব্যাখ্যায় পথভ্রষ্ট হয়ে কথিত হিজরতের নামে গত ২২ ডিসেম্বর ঘর ছাড়েন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কামরুল হাসান বলেছেন, কিছু তরুণ-তরুণী গত ২২ ডিসেম্বর ধর্মের ভুল ব্যাখ্যায় ঘর ছেড়েছিল। পরে সবাই ভুল বুঝতে পেরে তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। আমরা ডিরেডিকালাইজ কর্মসূচির আওতায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছি।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে র‍্যাব সদর দপ্তরে ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কামরুল হাসান বলেন, কথিত হিজরতের নামে গত ২২ ডিসেম্বর ৯ তরুণ-তরুণী ঘর ছেড়েছিল। তাদের অনেকের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন। অনেকে র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। চট্টগ্রাম থেকে নয়জনকে আমাদের হেফাজতে নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের আমরা কাউন্সিলিং করেছি। পরে সবাই ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফেরত যাওবার ইচ্ছা জানায়।

তিনি আরও বলেন, সারাবিশ্বে অনেকেই ধর্মের অপব্যাখ্যায় উদ্বুদ্ধ হয়ে মধ্যপন্থা থেকে সরে উগ্রবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে। তারা অরাজকতা, বিশৃঙ্খলা করছে। আমরা অরাজকতা এড়ানোর জন্য কাজ করছি। র‍্যাব বিভিন্ন জঙ্গিগোষ্ঠী, তাদের নেতাদের ও বিভিন্ন পর্যায়ের সদস্যদের গ্রেফতার আইনের আওতায় আনছে।

ইত্তেফাক/এসকে