বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভাড়া বাসায় পোশাক শ্রমিকের লাশ, স্বামী পলাতক

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৬:৩১

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে সুইটি (২১) নামে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী আবু তাহের পলাতক রয়েছেন।

সুইটি তার স্বামী আবু তাহেরের সঙ্গে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মাহফুজ খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এশিয়া কম্পোজিট কারখানায় চাকরি করতেন।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রী বিবাদের জেরে সুইটি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এখন পর্যন্ত স্বামী-স্ত্রীর নাম ছাড়া তাদের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনের মধ্যে কলহের কারণে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী আবু তাহের ও তার স্বজনদের খোঁজ চলছে।

ইত্তেফাক/এসকে