নতুন করে আবারও প্রেমে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এর আগেও বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন নেইমার। তবে বিশ্বকাপ শেষে খবর এলো নেইমারের নতুন প্রেমের।
জিশোডটগ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছেন, ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার জেসিকা তুরিনির প্রেমে প্রেমে মজেছেন নেইমার। কাতার বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তুরিনিকে। শুধু তাই নয় নেইমারের গোল করার পর নেইমারের স্বাক্ষর সম্বলিত ব্রাজিল জার্সিতে চুমু খেতেও দেখা যায় জেসিকা তুরিনিকে।