মানিকগঞ্জের ঘিওরে ফসলের মাঠ ছেয়ে গেছে সরিষা হলুদ ফুলে। বাড়তি ফলনের আশায় রঙিন স্বপ্নে বিভোর কৃষকেরা। উপজেলায় এবার ৬ হাজারের বেশি হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত ১০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ।
কৃষকেরা জানান, তুলনামূলক কম উৎপাদন খরচ ও দুই বছর ধরে ভালো দাম পেয়ে এ অঞ্চলের চাষিরা লাভবান হয়েছে। কৃষকেরা বেশির ভাগ সরিষার দিকেই ঝুঁকছেন।
উপজেলার বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ও ঘিওর সদর ইউনিয়নে মাইলাগী, শিমুলিয়া বেড়েছে সরিষার চাষ। কৃষকেরা জানান, অধিকাংশ জমিতে উচ্চফলনশীল (উফশী) বারি-১৪, বারি- ৯, সরিষা-১৫ ও স্থানীয় টরি-৭ চাষ করা হয়েছে।
জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, 'চলতি বছর ভালো ফলনের আশা করছি। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। জেলায় আগামী বছর সরিষা চাষ আরও বাড়বে।'
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, এবার ৬ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫০০ টন। সরকার বারি-১৪ ও বারি-৯ জাতের বীজ সরবরাহ করায় এবার ফলন ভালো
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, সরকারিভাবে প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ ও সঠিক সময়ে সার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তেলের দাম বেড়ে গেছে। এ জন্য কৃষকেরা আগ্রহী হয়েছে এবার বেশি। রেকর্ড পরিমাণ সরিষা চাষ করেছেন।