সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১০:৫২

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, বুধবার সকাল ৯টা ২০ মিনিটে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৩টার দিকে থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

ইত্তেফাক/কেকে