রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

উদ্বোধনে অপেক্ষায় খাগড়াছড়ির রামগড়ে ইমিগ্রেশন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:১৭

খাগড়াছড়ির রামগড়ে ইমিগ্রেশন কার্যক্রমে চালুর সকল প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শুধু উদ্বোধনের অপেক্ষা।

সম্প্রতি ইমিগ্রেশন কার্যক্রম চালুর প্রস্তুতি দেখতে ভারত স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিত্র ও কাস্টমসের প্রধান কমিশনার যোগেন্দ্র র্গাগসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বুধবার (৪ জানুয়ারি) রামগড় ইমিগ্রেশন ভবন ও সাব্রুম ইমিগ্রেশন চেক স্টেশন পরিদর্শন করে গেছেন।

ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যরা সদস্যরা হলেন- ভারত স্থলবন্দর কর্তৃপক্ষর পরিচালক (প্রকল্প) গীতেশ দীপ, ভারতের কাস্টমসের অতিরিক্ত কমিশনার টমাস বাসু মিত্র, সহকারী কমিশনার অভ্যুদয় গুহ, স্থলবন্দর কর্তৃপক্ষের সহাকারী প্রকৌশলী কাভার সিং, ম্যানেজার ডি নন্দী।

এছাড়া চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এইচ ই ড. রাজীব রঞ্জন এবং রামগড় ৪৩ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ও সাব্রুমের ৯৬ বিএসএফ’র কমান্ড্যান্ট কৃষ্ণ কুমার লাল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ ইমিগ্রেশন স্টেশন চালু হলে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ আশপাশ এলাকার মানুষ রামগড় ও সাব্রুম সীমান্ত পথে ভারতে ভ্রমণে যেতে পারবেন। একইভাবে ভারতের ত্রিপুরাসহ আশেপাশের রাজ্যের মানুষও এ সীমান্ত পথে বাংলদেশে ভ্রমণে আসবেন। দক্ষিণ ত্রিপুরার মহকুমা শহর সাব্রুম থেকে ইতোমধ্যে আগরতলা পর্যন্ত রেল সার্ভিসও চালু করা হয়েছে। মহাসড়কেরও উন্নয়ন হয়েছে।

রামগড় স্থলবন্দরের প্রকল্প পরিচালক মো. সরোয়ার আলম বলেন, রামগড় সাব্রুম স্থলবন্দরের ইমিগ্রেশন র্কাযক্রম চালুর প্রস্তুতি দেখার জন্য ভারতীয় প্রতিনিধিদলটি সরেজমিনে পরিদর্শনে এসেছেন।

তিনি বলেন, ইমিগ্রেশন কার্যক্রম চালু করার জন্য রামগড় ইমিগ্রেশন ভবন পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনিই উদ্বোধনের দিন ও তারিখ ঠিক করবেন।

ইত্তেফাক/আরএজে