মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

১০০ কোটি টাকার লটারি জয়, যা বললেন প্রবাসী রাইফুলের স্ত্রী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:০৬

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৯৮ কোটি ১৭ লাখ টাকার লটারি বিজয়ী প্রবাসী বাংলাদেশি রাইফুল ইসলামের (৩৬) বাড়ি নোয়াখালীতে। হাতিয়ার চর কিং ইউনিয়নের দক্ষিণ চরইশ্বর রায় গ্রামে। হাজী বাড়ির মৃত খুরশেদ আলমের ছেলে। 

মা-বাবা কেউ নেই রাইফুলের। চার ভাইয়ের মধ্যে রাইফুল তৃতীয়। বাবা মৃত খুরশিদ আলম ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। এই ঘটনা জানাজানির পর গ্রামের বাড়িতে পাড়া প্রতিবেশীরা রাইফুলের স্ত্রীকে দেখার জন্য ভিড় করছে।

লটারি বিজয়ী প্রবাসী রাইফুল। ছবি: ইত্তেফাক
এ সময় স্ত্রী ইসরাত জাহান জানান, স্বামী রাইফুল ইসলাম নিজেই ফোন করে ১০০ কোটি টাকার লটারি বিজয়ের কথা তাকে জানিয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ফোন করে ঘটনাটি জানান। 

এরপর একে একে রাইফুলের লটারি বিজয়ের খবর পৌঁছে যায় গ্রাম থেকে গ্রামে। ধীরে ধীরে ইউনিয়ন ও গোটা হাতিয়া উপজেলায় এ খবর দ্রুত পৌঁছায়। স্বামীর লটারি বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বাড়িতে ভিড় করছেন পাড়া প্রতিবেশীসহ স্বজনদের অনেকেই। এতে উচ্ছ্বসিত রাইফুলের স্ত্রী ইশরাত জাহানও।

লটারি বিজয়ী প্রবাসী রাইফুল

পারিবারিক সূত্রে জানা গেছে, রাইফুলের বড় ভাই বাবুল উদ্দিন দ্বীপ উন্নয়ন সংস্থার চাকরি করতেন। বর্তমানে অসুস্থ হয়ে বাড়িতে আছে। মেঝ সাইফুল ইসলাম বাড়িতে থাকেন। আর স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। ছোট ভাই রুবেল পাঁচ বছর ধরে উদ্দিন সৌদি আরব থাকেন। বাড়িতে রাইফুলের কোনো বসতঘর নেই। বিয়ের পর থেকে স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন। আগামী ১০ জানুয়ারি দেশে ফেরার কথা ছিলো। দেশে আসার পর এবার বাড়িতে ঘর করার জন্য এরই মধ্যে জায়গা নির্ধারণ করে রেখেছেন।

এই বাড়িতে থাকেন প্রবাসী রাইফুলের স্ত্রী জাহান। ছবি: ইত্তেফাক

রাইফুল ইসলামের স্ত্রী ইশরাত জাহান জানান, ২০২১ সালের ২৪ মার্চ তাদের বিয়ে হয়। স্বামীর বাড়িতে জায়গা থাকলেও কোনো বসতঘর না থাকায় বিয়ের পর থেকে তিনি বাপের বাড়িতেই থাকেন। সেখানেই রাইফুলের এক কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ের নাম ফাতেমাতুজ জহুরা। গত রমজান মাসের ১ তারিখে সর্বশেষ দেশে এসেছিলেন। তার স্বামী বিয়ের দেড় মাস পর আবুধাবি ফিরে যান। 
 
তিনি আরও জানান, আগামী ১০ জানুয়ারি পুনরায় দেশে আসার কথা ছিলো। স্বামীর লটারি বিজয়ের খবরে পাড়াপ্রতিবেশীসহ আত্মীয়-স্বজনেরা অনেকেই তাকে দেখতে আসছেন। তিনিও এই বিজয়ে খুবই আনন্দিত। বাড়িতে সারাক্ষণ মানুষজন ভিড় করছেন। তবে এতে তারা সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। যেন তার স্বামী লটারিতে পাওয়া টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারেন। 

 

 

 

ইত্তেফাক/পিও