বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩৬ যানবাহনকে জরিমানা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৪৬

হাইড্রোলিক হর্ন ব্যবহারে কারণে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কক্সবাজার-চট্টগ্রাম ও টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে ৩৬ যানবাহনকে জরিমানা করা হয়। একই সঙ্গে ৩৬ মামলা এবং শব্দ দূষণকারী ৯৬টি হাইড্রোলিক হর্নও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান প্রসিকিউটর ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের বিচারিক দায়িত্ব পালন করা ভ্রাম্যমাণ আদালত ৩৬টি যানবাহনের চালককে ৩৬টি মামলায় মোট ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি জানান, জরিমানার আওতায় পড়া যান বাহনের বিরুদ্ধে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এর দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ব্যবস্থা নেওয়া হয়। এসময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৯৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক ফাইজুল কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ইত্তেফাক/আরএজে