শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১০:৩০

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম রায়হান বলেন, ঘন কুয়াশায় ভোর সাড়ে ৫টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আড়াই ঘণ্টা পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌপথে ১২টি ফেরি চলাচল করছে।

এর আগে, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ইত্তেফাক/কেকে